Assam

বদরপুর প্রসঙ্গ হিমন্তের মুখে

গুয়াহাটি : অসম বিধানসভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বদরপুরের প্রসঙ্গও উত্থাপন করেন৷ বলেন, করিমগঞ্জ থেকে শিলচর যাচ্ছিলাম৷ বদরপুরে দেখলাম আহমেদিয়া হোটেল৷ এই হোটেলটির দু’শো মিটার দূরত্বে রয়েছে মন্দির৷ তিনি আরও বলেন, এসব কিসের ইঙ্গিত? আপনারা যদি বলেন, এটা কিছু নয়৷ তাহলে আপনাদের মনে রাখা দরকার, আমিও রাজ্যের গৃহমন্ত্রী৷ কোথায় অবৈধ মদ বিক্রি হচ্ছে, কোথায় অবৈধ মাংস বিক্রি হচ্ছে; তা আমার জানা৷

Show More

Related Articles

Back to top button