Updates

বদরপুর রেল স্টেশনে ৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, গ্রেফতার মালদার ৪ যুবক

বদরপুর, ২৪ অক্টোবর: নেশা বিরোধী অভিযানে সফল্য পেল বদরপুর রেল পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বদরপুর জিআরপি ও আরপিএফের যৌথ অভিযানে প্রায় ৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়।

রেল পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে চার যুবক বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হেরোইন রেলপথে পাচারের জন্য শিলচরের রংপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সংগ্রহ করেছে। ওই হেরোইন রেলে পশ্চিমবঙ্গের মালদা জেলায় পাচারের উদ্দেশ্য ছিল তাদের। কিন্তু বদরপুর রেল পুলিশ সতর্ক থাকায় হেরোইন সহ পাচারচক্রের চার সদস্য ধরা পড়ে যায়। বদরপুর রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই চার যুবককে আটক করে রেল পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে চারটি প্যাকেট থেকে প্রায় ২ কেজি ১.৬২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় ওই চার যুবককে।

ধৃতরা হল- গঙ্গানারায়ণপুর গ্রামের উজ্জ্বল মণ্ডল (৩৭), মদন মণ্ডল (২৭), সুকদেবপুর গ্রামের অমল মণ্ডল (২২) ও মানিকতলা গ্রামের অসিত মণ্ডল (৩১)। তারা সবাই পশ্চিমবঙ্গের মালদা জেলার নারায়ণপুর এলাকার বাসিন্দা। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, হেরোইনগুলো মালদা থেকে সেকেণ্ডাবাদগামী ট্রেনে পাঠানোর পরিকল্পনা ছিল তাদের।

বদরপুর জিআরপি থানার ওসি জানান, অনেকদিন ধরে এই মাদক চক্রের গতিবিধির ওপর নজর ছিল তাঁদের। অবশেষে বুধবার রাতে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারীদের আটক করতে সক্ষম হন। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা হবে। রেল পুলিশের এই অভিযানে বদরপুর স্টেশনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেল পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেকেই।

ধৃত চার যুবককে বদরপুর জিআরপি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Show More

Related Articles

Back to top button