Barak Valley
বদরপুর স্টেশনেই রাজ্যপাল রমেন ডেকাকে সম্মান শ্রীভূমি প্রশাসনের

বদরপুর, ৩০ আগস্ট : বদরপুর স্টেশনেই ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকাকে সংবর্ধনা জানাল শ্রীভূমি জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদি এবং পুলিশসুপার পার্থপ্রতীম দাস রাজ্যপাল ডেকাকে গার্ড অব অনার দেন। এ দিন ত্রিপুরা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে চেপে ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা শিলচর যাচ্ছিলেন। রাস্তায় বদরপর রেলস্টেশনে তাঁকে এই সম্মান জানানো হয়।
এদিকে বদরপুর থেকে শিলচর। যাবার পথে বদরপুর স্টেশন রোডে বিজেপি মণ্ডল কার্যালয়ের সামনে রাজ্যপাল ডেকাকে বিজেপির বদরপুর পাঁচগ্রাম মণ্ডলের পক্ষ থেকে কর্মকর্তারা ও পুরসভার পক্ষ থেকে চেয়ারপার্সন রুবি নাগ স্বাগত জানান। বদরপুর বিজেপি মণ্ডলের পক্ষে উপস্থিত ছিলেন বিজেপির প্রভারি দীপক দেব, মৃগাঙ্ক শেখর ঘোষ, সান্তু নাগ, আশিস আচার্য, আশিস দাস, বাপী এন্দো, সুব্রত ঘোষ প্রমুখরা৷