Barak Valley

আরজি কর কাণ্ডে প্রতিবাদী সভা করিমগঞ্জ পত্রিকা হাউসে

করিমগঞ্জ : কলকাতার আরজি কর হাসপাতাল সহ দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের ধর্ষণ ও হত্যার ঘটনায় গতকাল করিমগঞ্জের পত্রিকা হাউসে এক প্রতিবাদী সভা আয়োজিত হয়৷ সভায় প্রতিজন বক্তাই দোষীদের চরম শাস্তি প্রদানের দাবি জানান৷ পত্রিকা হাউসের কর্ণধার প্রবীর ভট্টাচার্য বলেন, আরজি কর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা নেই৷ তিনি দেশের অন্য প্রান্তেও এরকম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের ফাঁসির দাবি জানান৷ রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট নাগরিক রবীন্দ্র চন্দ্র রায় বলেন, সাম্প্রতিক কালে অপরাধের ঘটনা বেড়ে যাওয়া যথেষ্ট উদ্বেগের বিষয়৷ তিনি সরকারের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান৷ এছাড়াও বক্তব্য রাখেন করিমগঞ্জ Senior Citizen Association-র সাধারণ সম্পাদক বিষ্ণু সাহা, নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক রঞ্জিত রায় প্রমুখ৷ এদিন মোমবাতি হাতে বিদেহী আত্মার চিরশান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়৷ উপস্থিত ছিলেন উত্তম মুহুরী, মনোজ মজুমদার, বিশ্বজিৎ দাস, বাবুলাল দাস, পার্থ সোম প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button