Barak Valley

বন্যা কবলিত এলাকা পরিদর্শন বিধায়ক বিজয় মালাকারের

ডুবছে একের পর এক গ্রাম, গবাদি পশু নিয়ে সমস্যায় গৃহস্থরা

রামকৃষ্ণনগর : লাগাতার ক’দিনের বৃষ্টিপাতের ফলে রামকৃষ্ণনগরের বেশ কয়েকটি জিপি জলমগ্ন হয়ে রয়েছে৷ সোমবার দুপুর দু’টোয় গোবিন্দগঞ্জ ও বরুয়ালা জিপির যথাক্রমে বাজরঘাট, পূর্ব জারইল বাড়ি, মুলুঙ্গ টিল্লা, বসন্তপুর, কৈয়া কুড়ি, বরুয়ালা, নালারপার ও সিংলারপার গ্রামের প্রতিটি জলমগ্ন এলাকায় পায়ে হেঁটে পরিদর্শন করলেন বিধায়ক বিজয় মালাকার৷ কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা নৌকায় চড়ে পরিদর্শন করেন তিনি৷ এরপর এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সম্বন্ধে অবগত হন৷ পরিস্থিতি পর্যালোচনা করে দলীয় কার্যকর্তা সহ বিভাগীয় আধিকারিকদের আগামী দিনের জন্য তৈরি থাকতে বলেন৷ এ দিন তার ছিলেন বিজেপি রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি বিশ্বতোষ সেন, সহ-সভাপতিদ্বয় নুপুর সাহা ও দেবাশীষ দত্ত, জেলা বিজেপি সহ-সভাপতি অমৃত পাল, রাতাবাড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য আশীষ নাথ, যুবমোর্চা রামকৃষ্ণনগর ও ভৈরবনগর মন্ডল সভাপতি যথাক্রমে নিশীথ নাথ ও সৌরভ দাস, শক্তিকেন্দ্র প্রমুখ রতীশ আদিত্য, গৌতম চন্দ, অনল রায়, শুভ্রজিৎ পাল, শুভ্রজিৎ রায় সহ দলীয়কার্যকর্তাবৃন্দ।

Show More

Related Articles

Back to top button