বরাকের সরকারি ভাষা বাংলা হওয়া সত্ত্বেও সরকারি কার্য্যালয় গুলির সাইনবোর্ড গুলিতে স্থান দেওয়া হয়নি বাংলা ভাষাকে : ক্ষোভ বরাক বঙ্গ লক্ষীপুর আঞ্চলিক সমিতির

অসীম রায়, লক্ষীপুর : বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা হওয়া সত্ত্বেও সরকারি কার্য্যালয় গুলির সাইনবোর্ড গুলিতে স্হান দেওয়া হয়নি বাংলা ভাষাকে । লক্ষীপুর মহকুমার চারটি খন্ড উন্নয়ন আধীকারিকের কার্য্যালয়ের সম্মুখে শুধু ইংলিশ ও অসমীয়া ভাষায় সাইনবোর্ড লিখে বসিয়ে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার পৃথক পৃথক ভাবে লক্ষীপুর, বাঁশকান্দি, বিন্নাকান্দি ও রাজাবাজার খন্ড উন্নয়ন আধীকারিকের হাতে একটি স্মারকপত্র প্রদান করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষীপুর আঞ্চলিক কমিটি। উক্ত স্মারকপত্রের প্রতিলিপি লক্ষীপুরের মহকুমাধিপতি এবং বিধায়ক কৌশিক রায়ের কাছেও প্রদান করা হয়। স্মারকপত্রে শীঘ্রই ইংলিশ ও অসমীয়া ভাষার সাথে সাথে সাইনবোর্ড গুলিতে বাংলা ভাষায় লেখার দাবি জানানো হয় । স্মারকপত্র প্রদান করা লক্ষীপুর বরাক বঙ্গের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক কার্তিক রায়,আলিম উদ্দিন মজুমদার,সাত্যকি দাস,অসিম পাল, রনজিত দাস, রাজদীপ দাস, কবীর আহমেদ লস্কর,পুলক দাস সহ অন্যান্যরা।