Barak Valley

বরাকে চলা ট্রেনে নতুন কামরা চেয়ে রেলমন্ত্রীকে ই-মেল

রেলযাত্রীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ

শিলচর (পিএনসি) ১৫ জুন – উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বরাক উপত্যকার রেল যাত্রীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে চলেছে ।
এমন অভিযোগ করেছেন প্রবীণ সাংবাদিক তথা উত্তর পূর্ব রেল যাত্রী সংস্থার সভাপতি হারাণ দে।

হারাণ বাবু রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এক ইমেইল পাঠিয়ে বলেছেন যে বরাক উপত্যকা ও গুয়াহাটি ইত্যাদি কিছু স্থানের মধ্যে যে সকল ট্রেন চালানো হয় এর কামরা গুলো থাকে পুরোনো ও ভাঙ্গা চেরা। ফলে এই এলাকার যাত্রী সাধারণ ট্রেন চড়ে আরাম তো পান ই না বরং অসুবিধার সম্মুখীন হন। অনেক ক্ষেত্রে শৌচাগার ও শীতাতপ ব্যবস্থা থাকে ত্রুটিপূর্ণ। আগে মিটার গেজের দোহাই দিয়ে বলা হতো যে নতুন বগী নির্মাণ বন্ধ। তাই এখন তো ব্রড গেজ – তাই কেন নতুন বগী ইত্যাদি দেওয়া হচ্ছে না ?:রেল মন্ত্রীর কাছে হারাণ বাবু প্রশ্ন তোলেন ।তিনি অবিলম্বে বরাক উপত্যকার জন্য ট্রেনের নতুন কামরা ইত্যাদি যোগানের ব্যবস্থা করতে রেলমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

Show More

Related Articles

Back to top button