Barak Valley
বরাক বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করল আবি

শিলচর, পিএনসি, ১৯ সেপ্টেম্বর – আসাম বিশ্ব বিদ্যালয় সর্বজন শ্রদ্ধেয় নেতা কবীন্দ্র পুরকায়স্থ কে শুক্রবার এক অনুষ্ঠানে ডক্টরেট ডিগ্রি দেওয়ায় উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ সন্তোষ প্রকাশ করেছে এবং তৎসঙে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব কে মরনোত্তর ভাবে ডক্টরেট ডিগ্রী দেওয়া উচিত ছিল বলে মত প্রকাশ করেছে।
এই মর্মে এক বিবৃতিতে পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে বলেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের স্থাপনের মূল রূপকার ছিলেন সন্তোষ মোহন দেব। কাজেই আগামীতে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনা করে সন্তোষ মোহন দেব কে ডক্টরেট ডিগ্রী প্রদান করবেন বলে হারাণ বাবু আশা প্রকাশ করেন।