বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে করিমগঞ্জে খেল মহারণের সূচনা

করিমগঞ্জ : গোটা রাজ্যের সঙ্গে সীমান্ত জেলা করিমগঞ্জেও খেল মহারণ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে৷ প্রায় ১কিমি জুড়ে বিশাল শোভাযাত্রা লক্ষ্য করা গেছে৷ শোভাযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধি সহ ক্রীড়াপ্রেমীরা সামিল হতে দেখা গেছে৷
আজ অসম সরকারের খেল মহারণ-র সূচনা জেলার ক্রীড়া সংস্থার মাঠ থেকে৷ পতাকা নেড়ে খেল মহারণের সূচনা করেন ডিডিসি দীপক জিডুং৷ সঙ্গে ছিলেন উক্ত কমিটির চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য৷
শুভাযাত্রা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হয়ে মেন রোড, স্টেশন রোড, পেট্রোল পাম্প, সুভাষ নগর, হসপিটাল রোড, থানা রোড হয়ে আবর্ত ভবনের সামনে দিয়ে ক্রীড়া সংস্থার মাঠে এসে শেষ হয়৷ অংশ নেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, খেল মহারণের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক মিনার্ভা দেবী, উক্ত কমিটির চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য, পৌরপতি রবীন্দ্র দেব, উন্নয়ন পর্ষদের দেবব্রত সাহা, সুখেন্দুবিকাশ পাল, সুখেন্দু দাস, এএসপি প্রতাপ দাস সহ ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী, সহ সভাপতি তাপস পুরকায়স্থ, সম্পাদক সুদীপ চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিক ও শিক্ষা প্রতিষ্ঠান গুলি মিলিয়ে অসংখ্য লোক সমাগম হয়৷