Barak Valley
বাইক-অটোর মুখোমুখি সংঘর্ষ কাজিরবাজারে, জখম ৫ জন

নিভিয় ও রামকৃষ্ণনগর : রাতাবাড়ি-পাথারকান্দি পূর্ত সড়কে কাজিরবাজারের পাশে বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে৷ বৃহস্পতিবার বিকেলে সংঘটিত হওয়া ওই দুর্ঘটনায় বাইক আরোহী আফজল হুসেনের (২৫) অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলচর মেডিক্যালে প্রেরণ করা হয়েছে৷ বাকিদের রাতাবাড়ি চরগোলা মিনি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে৷ আহত অন্যরা হলেন অটো চালক নজিমুদ্দিন, ইসলাম উদ্দিন ও লক্ষীন্দর সিনহা৷ দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন৷ আহতরা সবাই রাতাবাড়ির বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে৷ এই দুর্ঘটনার পর জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন৷ তাদের অভিযোগ, লাইসেন্স বিহীন উঠতি বাইক চালকদের দৌরাত্ম্যে নাজোহাল হয়ে পড়েছে এলাকার জনজীবন৷