বাঘন গ্রাম পঞ্চায়েত সভাপতি উপ নির্বাচনে প্রার্থীদের আদর্শ আচরণবিধি বলবৎ

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জের বাঘন গ্রাম পঞ্চায়েত সভাপতি উপনির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট সেলের ভারপ্রাপ্ত আধিকারিক মংভি ইংহি সোমবার জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে ওই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক দলের কর্মকর্তাদের নির্বাচনের আদর্শ আচরণবিধি জানিয়ে দিয়েছেন।
এতে তিনি প্রচার কার্য, পোস্টার ব্যানার লাগানো এবং নির্বাচনের অন্যান্য আদর্শ আচরণবিধি সহ আগামী ১লা জুলাই তারিখে অনুষ্ঠিত এই নির্বাচনের প্রচারকার্য ২৯ জুন বিকাল ৪ টায় সমাপ্ত হবে বলে জানিয়ে দেন। পাশাপাশি তিনি কোন ধরনের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের খবর পেলে তত্ক্ষণাত্ তার মোবাইল নম্বর ৬৯০০৬৭৮২৪৪ এ জানাতে বলেছেন।
উল্লেখ্য ইতিমধ্যে মডেল কোড অফ কন্ডাক্ট সেল থেকে প্রতিটি রাজনৈতিক দল ও অন্যান্যদের কাছে আদর্শ-আচরণবিধি সংক্রান্ত নির্বাচন কমিশনের বিধি নিষেধ পত্রযোগেও জানিয়ে দেওয়া হয়েছে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে সহকারী আয়ুক্ত রং বামন টেরনও উপস্থিত ছিলেন।