Barak Valley
বাজারিছড়া থানা এলাকা থেকে ১৬৩ ধারা প্রত্যাহার

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার জারি করা এক আদেশ যোগে বাজারিছড়া থানা এলাকা থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। ইতিমধ্যে বাজারিছড়া থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় পুণরাদেশ না দেওয়া পর্যন্ত ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত কারণে বাজারিছড়া থানা এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় গত ৭ অক্টোবর তারিখে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যা প্রত্যাহার করা হয়েছে।