Barak Valley

মালুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ই-রিস্কা চালক, আহত দুই

শ্রীভূমি, ৯ সেপ্টেম্বর : বদরপুর থানার মালুয়া কান্দিগ্রাম এলাকায় ফের এক ভয়ংকর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু ই-রিস্কা চালকের, আহত দুই যাত্রী। মঙ্গলবার ৩৭ নং জাতীয় সড়কে লরি ও ই-রিকশার সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু তরুণ ই-রিকশা চালকের। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল ১১টায় বদরপুর থানার কমলাপাড়া গ্রামের বাসিন্দা মুস্তাফা আহমেদ (১৯) AS 10 ER 3194 নম্বরের ই-রিকশা চালিয়ে বদরপুর থানার মালুয়া জলালপুরে পুরোনো এবিসিআই ক্যাম্পের সামনে পৌঁছালে বদরপুর দিক থেকে আসা এএস ১১ডিসি ০৬৫২ নম্বরের একটি লরি ই-রিকশার পেছন সজোরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে খাদে পড়ে। ই-রিকশার চালক মুস্তাফা মুহূর্তেই লরির নিচে চাপা পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এসময় রিকশার ভেতরে থাকা অন্য দুই যাত্রী আহত হন। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান আর থানায় খবর দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে বদরপুর থানার ট্রাফিক ইনচার্জ আবুল কালাম মজুমদার সহ পুলিশ দল। বদরপুর সার্কেল অফিসার দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। পুলিশ লরি ও ই-রিকশা দুটিকেই জব্দ করে থানায় নিয়ে আসে। পুলিশ দুর্ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে এবং লরি চালককে আটক করার আশ্বাস প্রদান করেছে। অন্যদিকে স্থানীয় এলাকাবাসী বারংবার আটা কারখানা কর্তৃপক্ষকে জাতীয় সড়কে অবৈধ পারকিং না করতে বললেও কর্ণপাত করেনি তারা। আজ তাঁদের গাফিলতির জন্য মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার এক তরুণের।

Show More

Related Articles

Back to top button