Barak Valley
বারইগ্রামে জুয়ার আড্ডায় হানা পুলিশের, ড্রাগস, সেনা পোশাক সহ ধৃত ৭

বারইগ্রাম : বারইগ্রামের অর্জুনপুরে জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ড্রাগস, সেনার পোশাক সহ ৭ জনকে আটক করল পুলিশ৷ গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাথারকান্দি পুলিশ বারইগ্রাম এলাকার অর্জুনপুর গ্রামের কামাল উদ্দিনের ঘরে জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ২৯ গ্রাম হেরোইন সহ দু’জোড়া ভারতীয় সেনার পোশাক ও জুতো সহ ৭ জনকে আটক করে৷ ধৃতরা হল কামাল উদ্দিন, মাসুক আহমেদ, মুমিন আহমেদ, জাকির হুসাইন, সাদত হুসাইন, জাবেদ আলি, ফরিদ উদ্দিন৷ ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পাথারকান্দি পুলিশ৷ সন্দেহ, জুয়ার আড্ডা থেকেই রাতে কোন নাশকতার মতলব ছিল ধৃতরা