Barak Valley

বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ২১ তম প্রতিষ্ঠা দিবস পালন করল করিমগঞ্জ এআইইউডিএফ

৪ অক্টোবর: বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ২০ টি বছর অতিক্রম করে ২১ এ পা রাখলো সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা অর্থাৎ অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) ২০০৫ সালের ৩-রা অক্টোবর রাজ্যের নিপীড়িত, নিষ্পেষিত ও অধিকার বঞ্চিত অসহায় মানুষের কথা মাথায় রেখে রাজ্যর বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি মাওলানা বদরুদ্দিন আজমলের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল নতুন একটি রাজনৈতিক দল।

প্রথমাবস্থায় আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এইউডিএফ) নামে আত্মপ্রকাশ ঘটলেও পরবর্তীতে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) হিসেবে স্বীকৃতি অর্জন করে আজমলের দল। রাজ্য রাজনীতিতে বহু উত্থান ও পতনের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও পদার্পণ করেছিল দল। ধারাবাহিক তিন তিনবার আসামের ধুবড়ি লোকসভা সমষ্টি থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন দলীয় সুপ্রিম মাওলানা বদরুদ্দিন আজমল। এছাড়াও ২০১৪ সালে যখন দেশব্যাপী মোদী হাওয়ায় কেন্দ্রে সরকার গঠন করল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার সেই সময়েও আসাম থেকে তিনজ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ধুবড়ি থেকে দলীয় সুপ্রিম মাওলানা বদরুদ্দিন আজমল, বড়পেটা সমষ্টি থেকে সিরাজুদ্দীন আজমল ও করিমগঞ্জ লোকসভা সমষ্টি থেকে রাধেশ্যাম বিশ্বাসকে নিয়ে একসাথে তিনজন সাংসদ পা রেখেছিলেন দিল্লীতে। বর্তমানে দলীয় সংসদ সদস্য না থাকলেও আসাম বিধানসভায় বিরোধী দল হিসেবে কংগ্রেসের পরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এআইইউডিএফ।

এভাবেই উত্থান ও পতনের মধ্য দিয়ে কুড়িটি বছর অতিক্রম করে ৩-রা অক্টোবর শুক্রবার ২১ এ পা রাখছে আজমলের দল। সম বিকাশ, সম অধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত এই দল শুক্রবার রাজ্যব্যাপী ২১ তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। এরই সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা এআইইউডিএফ কমিটিও জেলাভিত্তিক ২১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করে শুক্রবার। নিউ করিমগঞ্জ স্থিত দলের জেলা কমিটির কার্যালয়ের সম্মুখে এদিন বেলা ১১ ঘটিকার সময় দলীয় পতাকা উত্তোলন করেন দলের নব গঠিত জেলা কমিটির সভাপতি সাহাবুল ইসলাম চৌধুরী পারুল। এরপরেই সভাপতি পারুল চৌধুরীর পৌরহিত্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিজয়া দশমীর দ্বিতীয় দিনে জেলার বিভিন্ন প্রান্তে প্রতীমা বিসর্জন থাকায় এবং প্রতিকূল আবহাওয়ার জন্য জেলার দূর দূরান্তের অনেক নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে না পারায় বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়। তবে সদ্য প্রয়াত অসম-রত্ন বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এদিনের অনুষ্ঠান থেকে।

এরপরেই কেক কেটে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন জেলার দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু বেলা ১:৩০ ঘটিকা থেকে, এতে প্রথমেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন ২৭ জন কর্মী। এদের মধ্যে একাংশ প্রাক্তন কংগ্রেসীও রয়েছেন। পরবর্তীতে দলের ছাত্র শাখার শ্রীভূমি জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ৩১ জন সদস্য বিশিষ্ট ছাত্রদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পাশাপাশি শ্রীভূমি শহর ও শহরতলীর ব্লক কমিটির অনুমোদন দেওয়া হয় এদিনের অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দলের জেলা কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সাধারণ সম্পাদক আইনজীবী কামরান পাশা চৌধুরী। উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির কার্যকরী সভাপতি, সহ সভাপতি বৃন্দ থেকে নিয়ে বিভিন্ন সমষ্টি কমিটি ও দলের যুব ফ্রন্টের নেতাকর্মীরা।

Show More

Related Articles

Back to top button