করিমগঞ্জে ঝটিকা সফরে বিশ্বশান্তির জন্য মোনাজাত গোবিন্দপুরির

এইচ এম আমির হোসেন, করিমগঞ্জ : করিমগঞ্জে ঝটিকা সফরে এসে বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাত করলেন উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরি। করিমগঞ্জ এসে তিনি সোজা চলে যান হোমগার্ড অ্যাসোসিয়েশনের রাজ্যিক সম্পাদক সাইনুল হকের বাসগৃহে। সেখানে কিছু সময় অবস্থান করার পর প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীর বাসভবনে উপস্থিত হয়ে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় বসেন। তিনি বলেন, বিশ্বশান্তি, বিশ্বমানবতা ও বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে সকলে মিলিত প্রচেষ্টা চালাতে হবে। ঘরে-ঘরে মানবতার বার্তা পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন, শান্তিই হচ্ছে উন্নতির সোপান। দেশে শান্তি অটুট থাকলে সার্বিক অগ্রগতি অবশ্যম্ভাবী। আলোচনায় উপস্থিত ছিলেন মাওলানা সাইদুল আলম মজুমদার, আন্তর্জাতিক কারি আবু আছাদ, আমিনুর রশিদ চৌধুরী, বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা।