Assam
দুর্গাপুজোয় নতুন জামা না পেয়ে নদীতে ঝাঁপ ১২ বছরের বালকের

গুয়াহাটি: দুর্গাপুজোয় নতুন জামা না পেয়ে অভিমানে নদীতে ঝাঁপ দিলো অসমের ধুবরি জেলার ১২ বছরের বালক। সূত্রে খবর বালকটির নাম সুমন রায়। সে গাইখোয়া গান্ধীগ্রাম মিডল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। খবর পেয়ে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছেলেটি এখনও নিখোঁজ। ধুবরি জেলার পুলিশ সুপার নবীন সিং আইএএনএসকে জানিয়েছেন, নিখোঁজ ছেলেটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।