Barak Valley
বুধবার করিমগঞ্জ জেলায় বনধ, মিছিল, ধরনা নিষিদ্ধ ঘোষণা প্রশাসনের

করিমগঞ্জ, ২৩ মে : আগামীকাল ২৪ মে বুধবার করিমগঞ্জ জেলায় কোনওধরনের বনধ, মিছিল, ধরনা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ করিমগঞ্জ জেলা প্রশাসন অডিওবার্তায় এক বিজ্ঞপ্তি জারি করে বনধ, মিছিল, ধরনা প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করে জানিয়েছে, আগামীকাল জেলার সব সরকারি-বেসরকারি কার্যালয়, আদালত, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি খোলা থাকবে।
এছাড়া সবধরনের যানবাহনও যথারীতি চলাচল করবে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে জেলা প্রশাসন।
এখানে উল্লেখ করা যেতে পারে, ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষকে শীঘ্র গ্রেফতারের দাবিতে হিন্দু রক্ষী বাহিনী আগামীকাল বুধবার ১২ ঘণ্টার করিমগঞ্জ জেলা বনধ-এর ডাক দিয়েছিল।