শ্রীভূমির ৪০টি স্কুলে মকড্রিল

জনসংযোগ, শ্রীভূমি, ২৯ অক্টোবর, ২০২৫ : অসম রাজ্য দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলারও ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার ভূমিকম্প ও অগ্নিকান্ডের মত দূর্যোগ ব্যবস্থাপনার মহড়া বা মকড্রিল অনুষ্ঠিত হয়েছে। এতে ওই দিন শ্রীভূমি জেলার সব কয়টি রাজস্ব চক্রের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে “গ্রেট অসম স্কুল শেক-আউট মকড্রিল” কার্যক্রমের অধীনে এই মহড়া অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হচ্ছে ভূমিকম্পে জীবন ও সম্পত্তির ক্ষতি কমাতে এবং উদ্ধারে “ড্রপ কভার হোল্ড” পদ্ধতি। পাশাপাশি, অগ্নিকান্ডের মত পরিস্থিতিতে উদ্ধারে “স্টপ ড্রপ রোল” পদ্ধতি সম্পর্কে মহড়ার মাধ্যমে সচেতনতা গড়ে তোলা। এতে স্কুল ফোকাল পয়েন্ট টিচার ও আপদা মিত্র স্বেচ্ছাসেবকরা ছাত্র ছাত্রীদের মধ্যে পদ্ধতিগুলি প্রদর্শন করে সচেতন করেন।
এদিন জেলার সব কয়টি রাজস্ব চক্রের স্কুলগুলিতে ফোকাল পয়েন্ট টিচার, আপদা মিত্র স্বেচ্ছাসেবক, অগ্নি ও জরুরি কালীন পরিসেবা এবং এসডিআরএফ কর্মকর্তারা এই মহড়ায় অংশ গ্রহণ করে দূর্যোগকালীন পরিস্থিতিতে নিজে ও অন্যকে সুরক্ষিত রাখা ও উদ্বার কার্যে সহযোগিতা করার কৌশল ও পদ্ধতি ছাত্রছাত্রীদের বুঝিয়ে দিয়ে সচেতন করেন।
উল্লেখ্য, জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দূর্যোগ ব্যবস্থাপনার ব্যবস্থা খতিয়ে দেখতে এবং সমন্বয় গড়ে তুলতে এধরণের মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
এতে শ্রীভূমি জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার সিজু দাস জানান যে বুধবার শ্রীভূমি জেলার শ্রীভূমি সদর সার্কেলের ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে, নিলাম বাজারের ৬ টি, পাথারকান্দির ৪ টি, বদরপুরের ৫ টি এবং রামকৃষ্ণ নগর রাজস্ব চক্রের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই মহড়া কার্যসূচিতে অসম রাজ্যিক দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কারিগরি পরামর্শদাতা রাজেশ দত্ত বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত হয়ে সব ধরণের সহায়তা ও পরামর্শ প্রদান করেন।



