জিরিবাম-ইম্ফল রেল লাইন বসানোর কাজের ৯৩ শতাংশ ইতিমধ্যেই সম্পূর্ণ

মালিগাও (পিএনসি)-জিরিবাম-ইমফল রেল প্রকল্পের অধীনে রেল লাইন বসানোর কাজের ৯৩ শতাংশ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে।
এই দূর্গম পাহাড়ী এলাকার রেল পথে মোট ৬১ কিঃমিঃ সুড়ঙ্গের মধ্যে এপর্যন্ত ৫৯ কিঃমিঃ সুড়ঙ্গ নির্মাণের কাজ শেষ হয়ে গেছে । রেলওয়ে সূত্র থেকে বলা হয়েছে যে ১১টী বৃহৎ সেতুর মধ্যে ৫টির এবং ১৩৭ টি ক্ষুদ্র সেতুর মধ্যে ১০১”টির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এছাড়া পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম ১৪১ মিটার সেতু নির্মাণের কাজও প্রায় সম্পূর্ণ হবার পথে।
জিরিবাম -ইমফল রেল প্রকল্প সম্পূর্ণ হয়ে গেলে জিরিবাম থেকে ইমফল পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় লাগবে। যেখানে বর্তমানে সড়ক পথে ইম্ফল পৌঁছাতে ১০ ঘন্টা সময় লেগে থাকে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে এই পথের জিরিবাম থেকে খরসোঙ পর্যন্ত ইতিমধ্যেই রেল লাইন নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং খরসোঙ পর্যন্ত ট্রেন চলাচলও করছে