Barak ValleyBusiness

ছন্তরবাজারে ধরা পড়ল সুপারি চোর

করিমগঞ্জ : ছন্তর বাজারে সুপারি চুরি করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি৷ রাতাবাড়ির বাসিন্দা নাসির উদ্দিন সোমবার বিকেলে সুপারির বস্তা চুরি করার সময় জনতার হাতে ধরা পড়ে৷ পরবর্তীতে বাজার ডেভলপমেন্ট কমিটির সম্পাদকের হস্তক্ষেপে নাসিরকে সমঝে দেওয়া হয় সদর পুলিশের হাতে৷

এদিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নাসির চুরির কথা স্বীকার করেও তাকে বেধড়ক মারধর এবং লোহার রড গরম করে তার শরীরে লাগানোর অভিযোগ করে৷ তবে মারধর বা লোহার গরম রড শরীরে লাগানোর বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন বাজার উন্নয়ন কমিটির সম্পাদক৷ বলেন, এসব বানানো কথা৷ পুলিশ সব খতিয়ে দেখছে৷ তিনি জানান, ছন্তর বাজারে প্রতিনিয়ত চুরির ঘটনা বেড়েই চলেছে৷ দোকান মালিকের উপস্থিতি নাসির সুপারির বস্তা নিয়ে চম্পট দিতে চেয়েছিল৷ কিন্তু জনতার তৎপরতায় সে ধরা পড়ে৷

Show More

Related Articles

Back to top button