Barak Valley

বেহাল রাস্তা নিয়ে ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ কমলাক্ষের

করিমগঞ্জ : করিমগঞ্জ শহর জুড়ে গর্তের মিছিল৷ মেন রোড, সেটেলম্যান্ট রোডের রাস্তা যেন মরণফাঁদ৷ রোজ অগণতি ছোট-বড় গাড়ি দুর্ঘটনা হচ্ছে৷ কোনও সময় বালি-পাথর গর্তে ফেললেও সেগুলো বৃষ্টিতে সরে যায়৷ ফলে ভুগতে হচ্ছে মানুষকে৷ শহরের এই সমস্যা নিরসনে শুক্রবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ NHIDCL-র Executive Director পঙ্কজ সিংহের সঙ্গে সাক্ষাৎ করেন৷

বিধায়ক শহর থেকে সুতারকান্দি পর্যন্ত রাস্তার যে ভায়াবহ রূপ তা তুলে ধরেন৷ এ বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে চটজলদি ব্যবস্থা গ্রহণের আর্জি জানান৷

বিধায়ককে আশ্বস্ত করে Director শীঘ্রই করিমগঞ্জে আসবেন বলে জানান৷ তিনি শহর থেকে সুতারকান্দি পর্যন্ত পথ সংস্কারের ঠিকা লাভ করা গোদরা কনস্ট্রাকশন কোম্পানির কর্তাদের সঙ্গে আলোচনা করে সড়ক মেরামতির কাজে হাত দেওয়ার নির্দেশ দেন৷

বিধায়ক এদিন বদরপুর বাইপাস রোডের কাজের তৎপরতা নিয়ে আলোচনা করেন৷ বদরপুরঘাট এলাকায় ট্রেনের ক্রসিংয়ের জন্য দীর্ঘ সময় যে যানজটের সৃষ্টি হয় তার আশু সমাধানের আর্জি জানান৷

Director বলেন, বাইপাস রাস্তার জন্য ইতিমধ্যে ৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ পথের জন্য যে জমি গ্রহণ করতে হবে সেই বাবদ টাকাগুলো জেলাশাসকের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ জমির মালিকদের টাকা দিয়ে দিলে রাস্তার কাজ শুরু হয়ে যাবে৷

Show More

Related Articles

Back to top button