ব্যক্তিগত তহবিল থেকে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে অ্যাম্বুলেন্স দিলেন বিধায়ক কমলাক্ষ

করিমগঞ্জ : করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবা সদনের রোগীদের কথা চিন্তা করে একটি অ্যাম্বুলেন্স দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ শনিবার মিশনের স্বামী প্রভাসানন্দজি মহারাজের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন বিধায়ক৷ এটি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ করা হয়৷
পরে বিধায়ক কমলাক্ষ বলেন, তাঁর রাজনৈতিক জীবনে তিনি বহু উন্নয়নমূলক কাজ করেছেন৷ এখনও করে যাচ্ছেন৷ জনগণের পাশে তিনি সবসময় রয়েছেন৷ এদিন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্স তুলে দিতে পারায় তিনি নিজেকে ধন্য মনে করি৷
তিনি বলেন, রামকৃষ্ণ মিশন সেবা সদন রোগীদের পরিচর্যায় অগ্রণী ভূমিকা নেন৷ তাই রোগীদের স্বার্থে অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়৷ অন্যদিকে, বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্সটি যথাযথ কাজে লাগানো হবে বলে মন্তব্য করেন স্বামী প্রভাসানন্দ মহারাজ৷
বিধায়ক আরও বলেন, শহরের মালিপাড়া রোডে সারদা সংঘের কাজও শীঘ্রই শুরু হচ্ছে৷ তাঁর উদ্যোগে সারদা সংঘের ৫ লক্ষ টাকাও মঞ্জুর হয়ে গেছে বলেও জানান বিধায়ক৷ তিনি এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন৷
অন্যদিকে, কমলাক্ষ সবসময়ই মিশনের পাশে রয়েছেন৷ কোন কাজে ডাকলেই কমলাক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে মন্তব্য করেন প্রভাসানন্দ মহারাজ৷