Barak ValleySports
ব্যাডমিন্টন আসর শুরু

শিলচর : করিমগঞ্জ DSA আয়োজিত আকাশ চন্দ্র দাস স্মৃতি ব্যাডমিন্টনের উদ্বোধন হল আজ৷ সংস্থার ব্রজেন্দ্র রোডস্থিত indoor stadium-এ এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে৷ এতে ৪টি ক্যাটাগরিতে পুরুষ ও মহিলা খেলোয়াড়রা মিলে আগেই ৪২ জন শাটলার নাম নথিভুক্ত করেছিলেন৷ আজ উদ্বোধনী দিনে আরও কয়েকজন যোগ দিলেও সেটা ৩ অঙ্কে পৌঁছায়নি৷
আজ আসরের উদ্বোধন করেন DSA-র প্রাক্তন সহসভাপতি কেশরীচাঁদ ভোরা৷ উপস্থিত ছিলেন DSA সভপতি অমলেশ চৌধুরী, সচিব সুদীপ চক্রবর্তী, বিমান বিহারী দাস, দীপক দাস, অসিত পাল, যোগব্রত রায়, আশিস নাগ, সায়ন্তন স্বামী প্রমুখ৷ অতিথি ও কর্মকর্তারা শুরুতে প্রদর্শনী ম্যাচে অংশ নেন৷ স্বাগত বক্তব্য রাখেন DSA সভাপতি অমলেশ চৌধুরী ৷