Barak ValleyEducation

ভর্তির নামে টাকা আদায়, কুশিয়ারকুল স্কুল প্রধানের বিরুদ্ধে অভিযোগ

নিউজ ডেস্ক, শিলচর : প্রধান শিক্ষকের নির্দেশে ভর্তির নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে চলছে নগদ অর্থ আদায়৷ তবে সেই টাকার বিনিময়ে মিলছে না কোন রশিদ, অভিযোগ অভিভাবকদের৷ কুশিয়ারকুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইদানিং ভর্তি চলছে৷ আর ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে নেওয়া হয়েছে নগদ ₹৩০০ করে ভর্তি ফি৷ যা প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় বন্দি হয়েছে৷ তবে এ নিয়ে দেওয়া হয় না কোন রসিদ

স্কুল পরিদর্শকের অফিসে যোগাযোগ করা হলে জানা যায়, এমন কোন সরকারি নির্দেশ নেই৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া হবে৷

কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনৈতিকভাবে অর্থ আদায় করে যাচ্ছেন কুশিয়ারকুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷

অন্যদিকে ভর্তির নামে টাকা নেওয়ায খবর পেয়ে অতিরিক্ত জেলাশাসক বিপুল কুমার দাস বিদ্যালয় পরিদর্শককে উল্লেখিত বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন৷ স্কুল পরিদর্শকের কার্যালয় থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ এবার সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার

Show More

Related Articles

Back to top button