ভাগবত মহাপুরাণ কথা সপ্তাহের সূচনা মদনমোহন মন্দিরে

শ্রীভূমি। ৩১ অগস্ট : শ্রীশ্রীরাধা মদনমোহন জিউ মন্দিরে ভাগবত মহাপুরাণ কথা সপ্তাহ জ্ঞানযজ্ঞ শুরু হল রবিবার। জ্ঞানযজ্ঞ উপলক্ষে কুশিয়ারা নদীতে গঙ্গা আরতির পর মহিলারা সুসজ্জিত কলসি ভরে শোভাযাত্রার মাধ্যমে জল নিয়ে আসেন মন্দির প্রাঙ্গণে।
শনিবার পর্যন্ত সংগীতময় ভাগবত পাঠ পরিবেশন করবেন কলকাতা থেকে আগত প্রভুপাদ পার্থসারথি গোস্বামী। অনুষ্ঠানে সংগীতশিল্পী গৌতম দাস ভজন সংগীত পরিবেশন করবেন। যন্ত্রশিল্পীদের মধ্যে স্বপন চ্যাটার্জি, সঞ্জয় হালদার, চিরঞ্জিত অধিকারী, তরুণকুমার দাস তাঁকে সহযোগিতা করবেন। এছাড়াও পরিবেশিত হবে কৃষ্ণের জন্মলীলা, কৃষ্ণের বাল্যলীলা, রাসলীলা। শ্রীভূমি শহরের নৃত্যশিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। ৭ সেপ্টেম্বর সকাল ৮টায় বিষ্ণু সহস্রনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হইবে। আচার্য রামেশ্বর পান্ডা যজ্ঞ পরিচালনা করবেন। এ-সময় উপস্থিত থাকবেন প্রভুপাদ পার্থসারথি গোস্বামী। প্রতিদিনের অনুষ্ঠানে সকলের উপস্থিত কামনা করছে শ্রীশ্রীরাধা মদনমোহন জিউ মন্দির উৎসব উদযাপন কমিটি।