কমরুল হক মেমোরিয়াল ভেস্ট টিচার অ্যাওয়ার্ড ২০২৩-এ ভূষিত দীপক রঞ্জন দে

আমির হোসেন, করিমগঞ্জ : কানাইলাল জিউ হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক রঞ্জন দে-কে প্রফেসর কমরুল হক মেমোরিয়াল ভেস্ট টিচার অ্যাওয়ার্ড ২০২৩ – এ ভূষিত করল কানাইবাজার ফ্রেণ্ডস ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপক রঞ্জন দের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত ‘মঙ্গল দীপ’ পরিবেশনের পর অতিথি বরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাথারকান্দি কলেজের অধ্যক্ষ ড° মঞ্জুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক গৌতম দাস, ড° ছালিকুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জলিল, ক্লাবের প্রতিষ্ঠাতা তথা বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, শিক্ষক কানাই দেবনাথ, রথীন্দ্র কুমার দে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ফখরুল ইসলাম, আব্দুল মুতলিব, মাওলানা এটিএম জাকারিয়া কাসিমী, কবির হোসেন, তাহিরুল ইসলাম প্রমুখ। সঙ্গীত ও নৃত্য পরিবেশনকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন এ কে মোহাম্মদ তালহা ও গোপাল দেবনাথ। ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিনের ধন্যবাদসূচক বক্তব্যের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।