Barak Valley

ভাষা শহিদদের অপমান, প্রতিবাদের প্রস্তুতি শ্রীভূমিতে

শ্রীভূমি, ৩০ অক্টোবর : সম্প্রতি ‘ডিমাসা রাইটার্স ফোরাম’ নামের এক সংগঠনের সভাপতি মুক্তেশ্বর কেম্পাই অসম সাহিত্য সভার সভাপতির উদ্দেশে লেখা এক চিঠিতে ১৯৬১ সালের ১৯শে মের ভাষা শহিদদের ‘বাংলাদেশি’ ও ‘বহিরাগত’ বলে উল্লেখ করেছেন। তাঁর এই অসত্য ও বিভেদকামী মন্তব্যের পরিপ্রেক্ষিতে বরাকের জনমনে গভীর বেদনা ও ক্ষোভের সঞ্চার হয়েছে। এটি শুধু ইতিহাস বিকৃতি নয়, বরং বরাক উপত্যকার প্রতিটি ভাষিক জনগোষ্ঠীর আত্মসম্মান, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতি এক চরম আঘাত।

এই পরিস্থিতিতে সম্মিলিতভাবে ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ মতবিনিময়ের জন্য শুক্রবার সন্ধ ৭ টায় কীভাবে প্রতিবাদ করা য এ-নিয়ে এক সভার আয়োজ করা হয়েছে স্থানীয় সরস্বত বিদ্যানিকেতনে। সাংস্কৃতিক সামাজিক, নাট্য ও ক্রীড়া সংগঠন-সহ শ্রীভূমির সকল নাগরিকদের সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

Show More

Related Articles

Back to top button