Assam

ভুল তথ্য দিচ্ছে নিউজ পোর্টাল, খড়্গহস্ত পীযূষ

সংবাদ সংস্থা, গুয়াহাটি : চ্যানেল হিসাবে কাজ করে যাওয়া একাংশ ‘পর্যবেক্ষণহীন’ News Portal-র ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে আশঙ্কা জাহির করলেন তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা৷ সবাইকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের শলা দিয়ে তিনি বলেন, এসব Portal প্রায়শই ভুল তথ্য প্রচার করছে৷ এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন৷ তাঁর কথায় এই Digital Forum সাংবাদিকতার আড়ালে প্রকাশের নির্দেশিকা ভঙ্গ করে বেশিরভাগ সময়ই সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করছে৷

যদিও পর্যবেক্ষণ বলছে, বেশিরভাগ নিউজ পোর্টালই সাংবাদিকতার যথাযথ মান বজায় রাখার পাশাপাশি তথ্যের উৎস হিসাবে নিজেদের উপস্থাপন করছেন৷

তবে মন্ত্রী হাজারিকা বলছেন, তারা দায়িত্বশীল সাংবাদিকতার মৌলিক মানগুলিকে বজায় রাখতে ব্যর্থ হয়েছে এটা বিপজ্জনক৷ কারণ ভুল তথ্য প্রচারের পাশাপাশি রাষ্ট্রদ্রোহীতাও ছড়ায়৷ তিনি বলেন, ‘অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নিতে হবে৷ কেননা, সাংবাদিকতার নামে বেশকিছু পোর্টাল কোনও নির্দেশিকা অনুসরণ না করেই সংবাদ সম্প্রচার করছে৷ আমি সবাইকে যথাযথ মান অনুসরণ করার জন্য আবেদন জানাচ্ছি৷ অন্যথায় সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷

হাজারিকার কথায় অসম সরকার যে সতর্কতার পরিচয় দিয়েছে তা নিশ্চিত করার জন্য Media Outlet এবং Television Network সাংবাদিকতার সততা অনুশীলন করে৷

Show More

Related Articles

Back to top button