Barak Valley

ভৈরবনগরে রাহুল গান্ধির কুশপুতুল দাহ যুবমোর্চার, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

হিন্দু ধর্মের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ

রামকৃষ্ণনগর : সংসদ ভবনে দাঁড়িয়ে হিন্দুধর্মের বিরুদ্ধে কুমন্তব্য করার জন্য কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর ওপর রীতিমতো অগ্নিশর্মা বিজেপি যুবমোর্চা৷ রাহুল গান্ধীর কুশপুতুল জ্বালিয়ে হিন্দু সমাজের কাছে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভৈরবনগর মণ্ডল যুবমোর্চা৷

বুধবার দুপুরে শনবিল কালীবাড়ির নবীনগ্রাম পয়েন্টে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে এক প্রতিবাদী কার্যসূচি বের করেন ভৈরবনগর মণ্ডল বিজেপির কর্মকর্তারা৷ তাঁরা রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদী শ্লোগান দিয়ে উত্তপ্ত করে তোলেন ওই এলাকা৷ এদিন প্রায় ৫০ জনেরও অধিক কার্যকর্তা হাতে হাতে প্ল্যা-কার্ড নিয়ে প্রতিবাদী কার্যসূচি বের করেন৷ এতে সর্ববস্থায় তাঁরা রাহুল গান্ধীকে হিন্দু ধর্মের বিরুদ্ধে করা মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার হুমকি প্রদান করেন৷

এছাড়াও এদিন রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হয়৷ তাঁরা সাফ জানান, রাহুল গান্ধীর ধর্ম বিরোধী ওই মন্তব্য কোনওভাবেই তারা গ্রহণ করতে পারছেন না বলে এই আন্দোলন গড়ে তোলা হয়েছে৷ ভৈরবনগর মণ্ডল যুবমোর্চার সভাপতি সৌরভ দাস বলেন, রাহুল গান্ধী যদি তাঁর মন্তব্য নিয়ে প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন৷

Show More

Related Articles

Back to top button