Barak ValleyAssamNorth-East

অধ্যাপিকা স্নিগ্ধা দাসের স্মরণে রবীন্দ্রসদন কলেজে শোকসভা

করিমগঞ্জ : করিমগঞ্জের রবীন্দ্রসদন মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন বিভাগীয়-প্রধান প্রয়াত স্নিগ্ধা দাসের স্মরণে আজ মঙ্গলবার কলেজে এক শোকসভার আয়োজন করা হয়।

আয়োজিত শোকসভায় প্রয়াতার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য পেশ করেন কলেজের অধ্যক্ষ ড. অশোককুমার দাস। বলেন, প্রয়াত অধ্যাপিকা স্নিগ্ধা দাস কলেজের এনএসএস সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাঁর অনেক অবদান রয়েছে বলে উল্লেখ করে প্রয়াতার আত্মার চিরশান্তি কামনা করেন তিনি।

কলেজের টিচার্স কাউন্সিলের সম্পাদিকা অধ্যাপিকা আসমত সুলতানা প্রয়াতার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, অধ্যাপিকা স্নিগ্ধা দাস ছিলেন অত্যন্ত মিষ্টভাষী। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে যেমন তিনি সক্রিয়ভাবে জড়িত থাকতেন তেমনি অরবিন্দ সোসাইটি, কো-অপারেটিভ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কাজেও তিনি ওতোপ্রতোভাবে যুক্ত ছিলেন।

অধ্যাপিকা ড. শিল্পী দেব বলেন, প্রয়াতা দাসের ব্যবহার ছিল মাতৃসুলভ। তাঁর প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি। স্মৃতিচারণ করতে গিয়ে অধ্যাপক ড. রাজদীপ চন্দ বলেন, প্রয়াতা স্নিগ্ধা দাস ছিলেন অত্যন্ত স্নেহশীল একজন ব্যক্তিত্ব। কলেজের টিচার্স কাউন্সিল, সাংস্কৃতিক কমিটি সহ বিভিন্ন কাজে তিনি জড়িত ছিলেন, বলেন তিনি।

অধ্যাপক কিশলয় চক্রবর্তী প্রয়াতের সঙ্গে তাঁর পারিবারিক পরিচয়ের প্রসঙ্গ তুলে বলেন, প্রয়াতা স্নিগ্ধা দাস চিরস্মরণীয় হয়ে থাকবেন।

অধ্যাপক বেবি সনোয়াল হাজরিকা প্রয়াতার স্মৃতিচারণ করে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। সভা শেষে প্রয়াতা অধ্যাপিকার স্মরণে দু-মিনিট নীরবতা পালন করা হয়। এদিনের সভায় কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্রী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Back to top button