Barak Valley

মণিপুর কান্ড : করিমগঞ্জে যুব কংগ্রেসের মোমবাতি মিছিল

করিমগঞ্জ : মণিপুরের নারকীয় ঘটনা নিয়ে মোমবাতি মিছিল করেছে উত্তর করিমগঞ্জ যুব কংগ্রেস৷ এমনকি পেট্রোল পাম্পের সামনে মানববন্ধন গড়ে তুলে তাঁরা৷ মণিপুরবাসীর রক্ষায় রাষ্ট্রপতি শাসন জানিয়েছে যুব কংগ্রেস৷ প্রকাশ্যে দুই যুবতীকে নগ্ন প্যারেড করানো হয়েছে৷ পরে ধানক্ষেতে নিয়ে গণ ধর্ষণ করা হয় তাঁদের৷ মণিপুরের এমন ঘটনায় হতবিহ্বল হয়ে গেছে গোটা দেশ৷ শনিবার এনিয়ে মোমবাতি মিছিল বের করেছে উত্তর করিমগঞ্জ যুব কংগ্রেস৷ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছন যুব কংগ্রেস কর্মকর্তারা৷ এরপর সেখানে মানববন্ধন গড়ে তুলেন৷ পরে যুব কংগ্রেসের তরফে সন্দীপ নন্দী মণিপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি রাষ্ট্রপতি শাসনের দাবি জানান৷ এদিন প্রায় শতাধিক যুব কংগ্রেসিরা সামিল ছিলেন এই মিছিলে৷

Show More

Related Articles

Back to top button