Barak Valley

বদরপুরে সড়ক দুর্ঘটনায় হত সরকারি স্কুলের শিক্ষক প্রদীপ নাথ

বদরপুর :  : করিমগঞ্জ জেলার বদরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের জনৈক শিক্ষক। দ্রুতগামী ডাম্পারের ধাক্কার অকালে মৃত্যুবরণ করেছে টেট শিক্ষক প্রদীপকুমার নাথ।

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। নিহত শিক্ষক কাছাড় জেলার কালাইন ভৈরবপুর এলাকার জনৈক দীপকরঞ্জন নাথের ছেলে প্রদীপকুমার নাথ (৩০) বলে পরিচয় পাওয়া গেছে। বদরপুর থানা সূত্রে জানা গেছে, অসম-ত্রিপুরা ৩৭ নম্বর জাতীয় সড়কের বদরপুরঘাটের জংলা কালীবাড়ির প্রবেশপথের সামনে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার এমএ-এ কোনও এক বিষয়ের পরীক্ষা দিতে করিমগঞ্জ প্রদীপ নাথ। রাতে তাঁর এএস ০১ ডব্লিউ ৬০৩৭ নম্বরের স্কুটি নিয়ে কালাইনের ভৈরবপুরের বাড়িতে ফিরছিলেন তিনি। কিন্তু বদরপুর পৌছার পর বদরপুরঘাটের জংলা কালীবাড়ি প্রবেশপথের সামনে পিছন থেকে টিআর ০১ ইউ ১৫৩২ নম্বরের বেপরোয়া একটি ডাম্পার স্কুটিতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

স্থানীয়রা দুর্ঘটনার বিকট শব্দ শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানের কর্তব্যরত চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় বদরপুর পুলিশ ঘাতক ডাম্পার এবং স্কুটিকে বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। এছাড়া প্রদীপ নাথের মৃতদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্তের পর আজ প্রয়াত নাথের মৃতদেহ তাঁর পরিবারের কাছে সমঝে দিয়েছে পুলিশ।

এদিকে সদ্য বিবাহিত শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাছাড় জেলার কালাইন ভৈরবপুর এলাকায়। ঘাতক ডাম্পারের চালককে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি উঠেছে।

Show More

Related Articles

Back to top button