Barak Valley

মহাষষ্ঠী ও মহাসপ্তমীতে উত্তর করিমগঞ্জে বস্ত্র বিতরণ

করিমগঞ্জ, ২৯ সেপ্টেম্বর শারদীয়া দুর্গাপূজাকে সামনে রেখে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন স্থানে মহাষষ্ঠী ও মহাসপ্তমী উপলক্ষে ব্যাপক বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। এদিন আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক তথা উত্তর করিমগঞ্জ সমষ্টির সম্ভব্য কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আহমেদের উদ্যোগে হরিনগর, রাজাটিলা, লামাজুয়ার, পিরেরচক, কালাচাঁদ, উমারপুর, চাপরা ও সাদারাশি জিপির বিভিন্ন গ্রামে প্রায় ছয় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়। এছাড়াও, শ্রীভূমি শহরে দুই শতাধিক মহিলার হাতে পূজার বস্ত্র তুলে দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহনাওয়াজ আহমেদ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা কেবল হিন্দু সমাজের নয়, এটি সর্বজনীন আনন্দের উৎসব। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে এই আনান্দ ভাগ করে নিতে আমরা বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। তিনি আরও জানান, রাজনীতির ঊর্ধ্বে উঠে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তাঁর এই বক্তব্যে স্থানীয় এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।

জনগণ জানান, এ ধরনের মহতী উদ্যোগ তাঁদের উৎসবের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক রাজন চৌধুরী, সাদারাশি মণ্ডল কংগ্রেস সভাপতি মাহমুদুর রহমান চৌধুরী, বুন্দাশিল জিপির প্রাক্তন সভাপতি সৈয়দ হবিবুর রহমান লিটন, সমাজসেবী ফয়জুল হক, ওয়ার্ড সদস্য আব্দুল কাদির, আব্দুস ছুবহান, ছুফিয়ান আহমেদ, তপন দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে শারদীয়া দুর্গাপূজায় শাহনাওয়াজ আহমেদের এই মানবিক উদ্যোগ ইতোমধ্যেই উত্তর করিমগঞ্জের সর্বস্তরের
মানুষের প্রশংসা কুড়িয়েছে।

Show More

Related Articles

Back to top button