মহীতোষ দাস স্মরণে স্মৃতিচারণ সভা

করিমগঞ্জ : মৃত্যু একটি অবধারিত সত্য, সবাইকে একদিন এই পথ ধরেই যেতে হবে৷ তবে অনেকেই নিজের জীবনকে দেশ এবং দশের জন্য বিলিয়ে দেন, সমাজ কিন্তু তাদের মনে রাখে৷ এমন এক ব্যক্তিত্ব সম্প্রতি প্রয়াত হয়েছেন৷ তিনি আর কেউ নন, করিমগঞ্জ শহরের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবী, সংগঠক মহীতোষ দাস৷ শনিবার তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা৷ স্থানীয় সরস্বতী বিদ্যানিকেতনে করিমগঞ্জ বইমেলা কমিটির উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ উল্লেখ্য, প্রয়াত মহীতোষ বাবু ২০০৭ সাল থেকে আমৃত্যু করিমগঞ্জ বইমেলা কমিটির সভাপতি ছিলেন৷
বিশিষ্ট সাংবাদিক সম্পাদক হবিবুর রহমান চৌধুরীর পৌরোহিত্যে শনিবার অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় প্রবীর ভট্টাচার্য, দীপঙ্কর ঘোষ, শিখা দাসগুপ্ত, নির্মাল্য দাস, গীতা সাহা, বাণীব্রত রায়, অনির্বাণ ভট্টাচার্য, মাসুক আহমদ, অপূর্ব কুমার দত্ত, মৃণ্ময় রায়, নারায়ণ মোদক, মল্লিকা দাস চৌধুরী, রতিরঞ্জন শর্মা প্রমুখ ব্যক্তিবর্গ প্রয়াতের শিক্ষা জগত, সাংস্কৃতিক জগত ও সমাজসেবা বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন৷ প্রায় সবক’জন বক্তাই তাঁর আমৃত্যু নিরলস কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন৷ সভার শুরুতে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তাঁর গুণমুগ্ধরা৷ সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন করিমগঞ্জ বইমেলা কমিটির সম্পাদক গৌতম চক্রবর্তী৷ এর আগে একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন মৌসুমি দাস বণিক৷ সভার শেষে শোক প্রস্তাব পাঠ করেন সুমিতা গোস্বামী৷ প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷