Barak Valley

মাঝরাস্তায় দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ যুবকের

করিমগঞ্জ : শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ এক যুবকের৷ মুখে প্লাস্টার, হাতে প্ল্যাকার্ড৷ রাস্তার মাঝখানে একা দাঁড়িয়ে অভিনব পন্থায় প্রতিবাদ যুবকটির! যুবকটির নাম ওমর ফারুক৷ বাড়ি করিমগঞ্জের বাখরশাল গ্রামে৷ পেশায় চা বিক্রেতা৷ কলকাতার নির্যাতিতাকে নিজের বোন আখ্যা যুবকের৷ বলছিল, আজ যদি প্রতিবাদ না হয়, তবে হবে কবে? কিন্তু ঘটনার যদি প্রতিবাদ না হয় দিন দিন বেড়ে যাবে নির্যাতন৷ ফারুকরা ৬ ভাই-বোন৷ এক বোন গুয়াহাটিতে প্রতিবাদ করছে, আরেকজন নার্স৷ প্রতিবাদ না করলে কি হয়! তাই প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে ঘন্টার পর ঘন্টা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে৷ আরজি কর ঘটনার প্রতিবাদের পাশাপাশি মুখে টেপ লাগিয়ে প্রতিবাদের শ্লোগান ছিল ‘WHO WILL SPEAK FOR HER, IF YOU DON’T’৷

Show More

Related Articles

Back to top button