Barak Valley
মাদ্রাসা প্রোটেকশন কমিটির আইনি লড়াই অব্যাহত

করিমগঞ্জ : অসম সরকার ২০২৩ সালে সরকারি মাদ্রাসাগুলিকে বন্ধ করেছে বা স্কুলে রূপান্তরিত করেছে৷ মাদ্রাসা বন্ধের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এখনও পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রয়েছে৷ চলছে আইনি লড়াইও৷ দেশের সর্বোচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে মাদ্রাসা প্রোটেকশন কমিটি৷ কমিটির সাধারণ সম্পাদক তথা কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধিরা নতুন দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি সঞ্জয় হেগড়ের সঙ্গে এ ব্যাপারে বিস্তৃত আলোচনা করেন৷
অসমের সরকারি সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, প্রি সিনিয়র অ্যারাবিক কলেজ সমূহ পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে শীর্ষ আদালতে চলমান মামলার ব্যাপারে এদিন গুরুত্বপূর্ণ আলোচনা হয়৷ আলোচনায় আইনজীবি আদিল আহমদও উপস্থিত ছিলেন৷ কমিটি আদালতে ইতিবাচক রায় পাওয়ার ব্যাপারে অত্যন্ত আশাবাদী৷