Barak ValleyEducation
মাধ্যমিকে পাশ করতে না পেরে বরাকে ঝাঁপ এক ছাত্রীর

শিলচর : মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে না পেরে বরাক নদীতে ঝাঁপ দিল এক ছাত্রী৷ ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার গণিরগ্রামে৷ ছাত্রীর নাম আসমা বেগম বড়ভূঁইয়া৷ সে গণিরগ্রাম জেআর এইচ এস স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল৷ কিন্তু পাস করতে পারে নি, যার কারণে সে বরাক নদীতে ঝাঁপ দেয়৷ পরে ২ ঘন্টা খোঁজাখুঁজির পর গণিরগ্রামের স্থানীয়রা বরাক নদী থেকে তার লাশ উদ্ধার করে৷