Barak Valley

মানবাধিকার সহায়তা সংস্থার স্বাধীনতা দিবস পালন

করিমগঞ্জ : ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে করিমগঞ্জ মানবাধিকার সহায়তা সংস্থার তরফে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়৷ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়৷ পরবর্তীতে ‘বেলাভূমি’ বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ সেখানে আবাসিকদের নানা সুবিধা-অসুবিধা নিয়েও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের সদস্যরা৷ সংস্থার পক্ষে প্রথমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘গঙ্গা-সিন্ধু-নর্মদা’ গানটি পরিবেশন করেন সভানেত্রী টিঙ্কু রায়৷ পরবর্তীতে ‘ভারত আমার ভারতবর্ষ’ সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা ভট্টাচার্য ও জন্মজিৎ ভট্টাচার্য৷ উপস্থিত ছিলেন সংঘের সদস্যরা৷ সব মিলিয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়৷

Show More

Related Articles

Back to top button