Updates

মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান, করিমগঞ্জে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান

করিমগঞ্জ : করিমগঞ্জ পুর এলাকার স্বীকৃতিপ্রাপ্ত আত্মসহায়ক দল বা এসএইচজি গ্রুপের মহিলা সদস্যদের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান, শহরাঞ্চল প্রকল্পের অধীনে ৩, ৪ ও ৫ মার্চ, সকাল ১০ টা থেকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা ফর্ম প্রদান করা হবে।

করিমগঞ্জের পুরপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, করিমগঞ্জ পৌরসভার এনইউএলএম বা জাতীয় নগর জীবিকা মিশন কার্যালয় থেকে ৩ মার্চ করিমগঞ্জ পুরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের এসএইচজি সদস্যদের ফর্ম দেওয়া হবে এবং ৯ মার্চ তারিখে ফর্ম জমা নেওয়া হবে।

পাশাপাশি, ৪ মার্চ, ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের সদস্যদের ফর্ম দেওয়া হবে এবং জমা রাখা হবে ১০ মার্চ।

এছাড়া ৫ মার্চ, ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের এসএইচজি সদস্যদের ফর্ম দেওয়া হবে এবং জমা রাখা হবে ১১ মার্চ। এতে করিমগঞ্জ পৌর এলাকার স্বীকৃতিপ্রাপ্ত আত্ম সহায়ক গোষ্ঠীর মহিলা সদস্যদের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা ফর্ম সংগ্রহ করতে এবং যথা সময় জমা দিতে পুরপতি আহ্বান জানিয়েছেন।

Show More

Related Articles

Back to top button