‘মোদী বিষধর সাপের মতো’, খাড়গের মন্তব্যে বিতর্কের ঝড় ভারতজুড়ে

সংবাদ সংস্থা, কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় মল্লিকার্জুন খাড়্গে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বিষাক্ত সাপের’ সঙ্গে তুলনা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। ভোটমুখী কর্নাটকের কালবুর্গীতে এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে খাড়্গে বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী একটি ‘বিষাক্ত সাপের’ মতো।
আপনার মনে হতেই পারে এটা কি সত্যিই বিষ? পরীক্ষা করার জন্য আপনি যদি এটি চেটে দেখতে যান, তবে আপনার মৃত্যু অবধারিত।”
এরপরই বিজেপির তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সমালোচনার মুখে নিজের মন্তব্য বদলাতে বাধ্য হয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা।
বিজেপি নেতাদের সমালোচনার মুখে খাড়্গে দাবি করেছেন, তাঁর মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে ছিল না। তিনি বলতে চেয়েছেন যে বিজেপির আদর্শ হল “সাপের মতো”।
বিজেপি এবার ঘিরে ধরেছে তাঁকে। কংগ্রেস সভাপতি বলেছেন, “আমি তাঁর (প্রধানমন্ত্রী মোদী) সম্পর্কে এটি বলিনি। আমি ব্যক্তিগত বিবৃতি দিই না। আমি বলতে চেয়েছি যে তাঁদের মতাদর্শ সাপের মত, চেখে দেখার চেষ্টা করলে মৃত্যু নিশ্চিত”।