Barak Valley

মন্ত্রী পাচ্ছে করিমগঞ্জ : হিমন্ত

করিমগঞ্জ : উপনির্বাচনের ১৫ দিনের পরই মন্ত্রী পাচ্ছে করিমগঞ্জ জেলা৷ শুক্রবার এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ জেলা গ্রন্থাগার প্রেক্ষগৃহে কর্মী সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, লোকসভা নির্বাচনে কঠিন লড়াইয়ের মধ্যে বিজেপি দলের প্রার্থী জয়ী হয়েছে৷ এবার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী করিমগঞ্জের জনগণকে মন্ত্রী উপহার দেওয়া হবে৷ উপনির্বাচনের ১৫ দিনের মধ্যেই মন্ত্রীসভার সম্প্রসারণ হবে৷ আর মন্ত্রী জুটবে করিমগঞ্জের ভাগ্যে৷ এরপর পঞ্চায়েত নির্বাচন৷

উল্লেখ্য, করিমগঞ্জ জেলা থেকে কৃষ্ণেন্দু পাল থেকে মন্ত্রিত্ব প্রদানের দাবী উঠে লোকসভা নির্বাচনের আগেই৷ সেসময় নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন নির্বাচন শেষ হওয়ার পরই মন্ত্রিত্ব প্রদান করা হবে৷ আজ নিজের সেই প্রতিশ্রুতির কথা উল্লেখ করে মন্ত্রী পঞ্চায়েত নির্বাচনের আগেই মন্ত্রিত্ব প্রদানের কথা ঘোষণা করেন৷

Show More

Related Articles

Back to top button