Barak Valley

যুব দিবস উপলক্ষে করিমগঞ্জে সচেতনত কর্মসূচি

জনসংযোগ, কর্মসূচি : আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষ্যে আজ সোমবার রাজ্যের দশটি জেলার সাথে করিমগঞ্জেও বিস্তৃত সচেতনতা অভিযান শুরু হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে অসম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি।

রাজ্যের দশটি জেলার সাথে করিমগঞ্জ জেলায়ও একইভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিবেকানন্দ কলেজ অব এডুকেশনে। এদিন সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা পরিষদের সিইও লক্ষ্মীনন্দন শহরিয়া। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএলএসএ সেক্রেটারি মণিকা বড়ো, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রংবামন তেরন, করিমগঞ্জ জেলা স্বাস্থ্য-অধিকর্তা ডা. সুমনা নাইডিং, ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল অফিসার ডা. বিকে সরকার, করিমগঞ্জ সিভিল হাসপাতালের এসটিআই ইনচার্জ ডা. আব্দুল মুকিব তাপাদার, বিবেকানন্দ কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ ড. জয়িতা ভট্টাচার্য, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মডেল কলেজের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী, দিশা ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার অনুপকুমার দত্ত, এনএইচএম ডিপিএম মহম্মদ হানিফ কৌসর আলম, অনুষ্ঠানের ইয়ুথ আইকন সৈয়দ আবু মহম্মদ ইউসুফ এবং নেহরু যুবকেন্দ্রের প্রতিনিধি দেবব্রত দাস।

এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন উপস্থিত অতিথিরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিবেকানন্দ কলেজ অব এডুকেশনের শিক্ষিকা ইন্দ্রানী শর্মা ও তাঁর ছাত্রীরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল অফিসার ডা. বিকে সরকার। ডা. বিকে সরকার করিমগঞ্জ জেলায় এইচআইভি এইডস এবং নেশার প্রকোপ সম্পর্কে বক্তব্য পেশ করেছেন। সেই সঙ্গে করিমগঞ্জ জেলায় এ সব রোগ থেকে নিজেকে সুস্থ রাখতে কী কী ধরনের ব্যবস্থা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেন। দিশা ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার অনুপকুমার দত্ত করিমগঞ্জ জেলায় ভাইরাসের প্রকোপ কাদের মধ্যে ছড়াচ্ছে এবং তা দূরীকরণে এই সচেতনতা অভিযানের ভূমিকা নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরে সকলকে এই অভিযানকে সার্থক করে তোলার আহ্বান জানান।

জেলা পরিষদের সিইও লক্ষ্মীনন্দন শহরিয়া প্ৰধান অতিথির ভাষণে বলেন, এইচআইভি/এইডস-এর প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে হলে প্রত্যেক মানুষকে এ বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত।

যুব সমাজের কাছে তিনি ‘টয়লেট এক প্রেম কথা’ সিনেমার বর্ণনা করে বলেন, এ রকম সিনেমা থেকেও যদি আমরা জ্ঞান নিতে পারি তা-হলে সচেতনতা শিবির থেকে সকলকে সজাগ হয়ে এইডস-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে করিমগঞ্জ জেলাকে সুন্দর করে তোলাও আমাদের উচিত।

তার পর অনুষ্ঠানে ইয়ুথ আইকন সৈয়দ আবু মোহম্মদ ইউসুফ, যিনি মালয়েশিয়ায় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়ে করিমগঞ্জ তথা অসমের নাম উজ্জ্বল করেছেন তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশনকারী দলকেও সংবর্ধনা জানানো হয়। সম্মান জানানো হয় এনসিসি ক্যাডারদেরও। এদিন বিশেষভাবে সম্মান জানানো হয়েছে একজন এইচআইভি পজিটিভ রোগীকে, যিনি প্রতিনিয়ত এআরটি মেডিসিন সেবন করে নিজের স্বাস্থ্যকে ঠিক রাখতে পেরেছেম। তাঁকে শুকনো ফলের প্যাকেট প্রদান করে তার সুস্বাস্থ্য কামনা করেছেন উপস্থিতরা।

এর পর অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি ডা. সুমনা নাইডিং বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, করিমগঞ্জ জেলায় পাথারকান্দি মডেল হাসপাতাল ও করিমগঞ্জ সিভিল হাসপাতালে এইচআইভি টেস্টের ব্যবস্থা রয়েছে। তাছাড়া প্রতিটি ব্লক স্তরে এফআইসিটিসির মাধ্যমে এইচআইভি টেস্ট করার ব্যবস্থা আছে। তিনি সকলকে চিকিৎসকের পরামর্শ নিয়ে এ ধরনের কোনও সমস্যা দেখা দিলে এইচআইভি টেস্ট করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি আহ্বান জানান, এই প্রচার-ভ্যান করিমগঞ্জ জেলার ১০০টি জায়গায় পৌঁছবে, সেখানে সবাই যাতে এই ভ্যানকে স্বাগত জানিয়ে এর সুবিধা সকলের কাছে পৌঁছে দিতে তিনি অনুরোধ রাখেন। তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলে নেশামুক্ত ভারত গঠনে শপথ গ্রহণ করেন।

প্রথম সত্রের অনুষ্ঠানের পর শুরু হয় দ্বিতীয় সত্র। অসম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি থেকে নিয়োজিত একটি কালচারাল টিম এদিন নাটক পরিবেশন করে এইচআইভি / এইডস-এর ওপর। তার পর করিমগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন মিঠুন রায় সজাগতামূলক বক্তব্য পেশ করেন। তিনি উপস্থিত ছাত্রছাত্রী এবং জনসাধারণের কাছে এইচআইভি, সিফিলিস, এসটিআই, পিপিটিসিটি, ওএসটি, এআরটি ইত্যাদি বিষয়ে অসম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির বিভিন্ন প্রজেক্টের উপকারিতা বর্ণনা করে সকলের কাছে সুস্থ থাকার ওপর বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানের দ্বিতীয় সত্রের পর ছিল ধন্যবাদ জ্ঞাপন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিবেকানন্দ কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ ড. জয়িতা ভট্টাচার্য। পরে বিশেষ উপস্থিত অতিথিরা সবুজ পতাকা নাড়িয়ে সচেতনতা প্রচার ভ্যানের শুভ সূচনা করেন। উপস্থিত ছাত্রছাত্রী, অতিথিবৃন্দ এবং অন্যান্য একটি শোভাযাত্ৰা বের করেন। শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে কলেজে এসে শোভাযাত্ৰার সমাপ্তি হয়।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশবন্ধু ক্লাব, টিআই এনজিও-এর প্রতিনিধিবর্গ ছাড়াও মাধবী দেব, শাহবাজ আহমেদ চৌধুরী, ওয়াসিম লস্কর, শশাঙ্ক আচার্য, রাহুল দাস, দেবদাস চক্রবর্তী, মাসুম আহমেদ লস্কর, বাবুল ঘোষ, সোমা ঘোষ ও চতুর্থ আসাম ব্যাটালিয়ন, এনসিসি অফিসার ও ক্যাডাররা। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মিঠুন রায়।

Show More

Related Articles

Back to top button