চা বাগান এলাকা ও আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের বিভিন্ন পরীক্ষার কোচিং এর দরখাস্ত আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি, ৩ জুন : রাজ্যের ডিরেক্টরেট অফ আদিবাসী ওয়েলফেয়ার এর পক্ষ থেকে চা বাগান এলাকার পড়ুয়া এবং আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং এর জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই কোচিং এর ৯০ শতাংশ ফিজ সরকার থেকে বহন করা হবে এবং ১০ শতাংশ সংশ্লিষ্ট পড়ুয়াকে বহন করতে হবে। এই স্কিমের গাইডলাইনটি www.ttwd.assam.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আগামী ২৫ জুনের মধ্যে এ ব্যাপারে অনলাইনে পোর্টেল www.sirishsssam.in এ জমা দেওয়া যাবে বলে হাইলাকান্দির সাব ডিভিশন্যাল ওয়েলফেয়ার অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
উল্লেখ্য এম্পানেলড ইনস্টিটিউশন এর মাধ্যমে চা বাগান ও আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য সিভিল সার্ভিস, এসএসসি,ব্যাংকিং, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এবং মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন এর জন্য কোচিং দেওয়া হবে।