Updates

রবিবারের সাহিত্য আড্ডার বিজয়া সম্মেলন শ্রীভূমিতে

শ্রীভূমি, ১৩ অক্টোবর : রবিবারের সাহিত্য আড্ডার উদ্যোগে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সুদীপ ভট্টাচার্য মাতৃ বন্দনা পরিবেশন করেন৷

স্বাগত বক্তব্যে পেশ করেন নারায়ণ মোদক। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাঙালির সর্বশ্রেষ্ঠ জাতীয় উৎসব দুর্গাপূজা। সব শ্রেণির মানুষের অংশগ্রহণ এই পুজোকে ঘিরে এবং কৃষ্টি সংস্কৃতি রক্ষার তাগিদ সারা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।

বর্ষীয়ান প্রাবন্ধিক বিনোদলাল চক্রবর্তী রবিবারের সাহিত্য আড্ডার এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আরও বলেন, আড্ডার জন্মলগ্ন থেকেই বাঙালির সাংস্কৃতিক পরিচয় বহন করে সব কৃষ্টি বজায় রেখে গ্রন্থ প্রকাশ থেকে শুরু করে বিশেষ করে বাংলাদেশের বাঙালি হিন্দুর এই মহোৎসবে বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে গত পুজা সংখ্যার লেখনীর ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন প্রাক্তন উপাধ্যক্ষা ড. গীতা সাহা। তিনি বেদ, পুরানের উল্লেখ করে বলেন, নারী শক্তির বন্দনা ভারতীয় দর্শনের এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাই এই জাতির মেরুদণ্ড নারীকে দেবীরূপে পুজো করা হয়। কবি ছন্দা দাম বলেন, ঘরে বাইরে নারীরা একযোগে কাজ করছে ঠিক তবুও নারীরা বঞ্চনার শিকার।

এছাড়াও বক্তব্য পেশ করেন কবি সমীরণ চক্রবর্তী, লেখক ড. মাধব ঘোষ প্রমুখ।

এরপর কবিতা পাঠ শুরু হয়। স্বরচিত কবিতা পাঠ করে শুনান সৌরভ চক্রবর্তী, প্রতিমা শুক্লবৈদ্য, গীতা মুখার্জি, চান্দ্রেয়ী দেব, সুদীপ ভট্টাচার্য, অনিন্দিতা চক্রবর্তী, পরিমল কর্মকার, জয়ন্তী কর্মকার, নির্মাল্য দাস, সুমি দাস শিবানী গুপ্ত, সৌম্যজিৎ দাস প্রমুখ।

অনুষ্ঠানের অন্তিম পর্বে নির্মাল্য দাস মান্না দে-র গাওয়া বিখ্যাত গান ‘আমায় একটু জায়গা দাও মাগো মন্দিরে বসি’ পরিবেশন করেন। অনুষ্ঠান সফল করে তোলার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কবি নারায়ণ মোদক।

Show More

Related Articles

Back to top button