Barak ValleyEntertainment

রবিবার করিমগঞ্জে একক রবীন্দ্রনৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা

করিমগঞ্জ, ২৯ এপ্রিল : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্য সরকারের অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে করিমগঞ্জে একক রবীন্দ্রনৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের ১৬টি শহরের সাথে করিমগঞ্জেও আগামীকাল ৩০ এপ্রিল রবিবার সকাল ১০টায় শহরের সরস্বতী বিদ্যানিকেতনে এই প্রতিযোগিতার সূচনা করা হবে, জানিয়েছেন করিমগঞ্জ শহরের সমন্বয়ক অরূপ রায়

অরূপ জানান, দুটি গ্রুপে পৃথক বিভাগে রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই দুটি গ্রুপের মধ্যে ক গ্রুপের বয়ঃসীমা ১২ বছর থেকে ১৯ বছর এবং খ গ্রুপের বয়ঃসীমা ২০ থেকে ৩৫ বছর। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে। তাছাড়া পাসপোর্ট সাইজের ছবিও জমা দিতে হবে। এই অনুষ্ঠানে শহরগুলিতে যে সকল প্রতিযোগী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করবেন তাঁরা গুয়াহাটির মাছখোয়ায় অবস্থিত আইটিএ সেন্টারে আগামী ৮ মে অনুষ্ঠেয় সারা অসম ভিত্তিক চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ওই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারী প্রতিযোগীদের চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বিজয়ী প্রতিযোগীদের নাম ঘোষণার ক্ষেত্রে বিচারক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

সঙ্গীতে তানপুরা বা ইলেক্ট্রিক তানপুরা ব্যবহার ঐচ্ছিক হিসেবে থাকবে। এছাড়া অন্য কোনও ইলেক্ট্রনিক বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। গানের সর্বোচ্চ সময়সীমা চার (৪) মিনিট। প্রতিযোগীদের বয়স অনুসারে স্বনির্বাচিত রবীন্দ্র সঙ্গীত গাইতে হবে। হারমোনিয়াম, তবলা ও তানপুরা, শুধু এই তিনটি বাদ্যযন্ত্রই ব্যবহার করা যাবে। অন্য কোনও বাদ্যযন্ত্র অনুমোদিত হবে না। রবীন্দ্র নৃত্যে ট্র্যাক ব্যবহার করা যাবে। সময়সীমা তিন থেকে পাঁচ মিনিট ধার্য করা হয়েছে। রাবীন্দ্রিক শৈলীতে রবীন্দ্রনৃত্য পরিবেশন করতে হবে। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধ্যক্ষের প্রচারিত এক প্রেস বিবৃতিতে এই অনুষ্ঠান আয়োজনের বিষয়ে জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button