AssamNorth-East
রাজ্য বাজেটে সাংবাদিকদের কল্যানের নেই অর্থের সংস্থান! কাছাড় সাংবাদিক সংস্থার উদ্বেগ প্রকাশ

পিএনসি, শিলচর : রাজ্য বাজেটে সাংবাদিকদের কল্যানের জন্য কোন অর্থের সংস্থান না রাখায় কাছাড় সাংবাদিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে।
বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংস্থার সভাপতি হারাণ দে বলেন যে রাজ্যের সাংবাদিক গন মাঝে মধ্যে যে সকল সমস্যার সম্মুখীন হন এর নিরসনে সরকারের দ্বারা অর্থ সাহায্যের সংস্থান থাকলে গনতন্ত্রের চতুর্থ শ্রেণীর এই ব্যাক্তি গন উপকৃত হতে পারতেন।
তিনি উল্লেখ করেন যে বড়োল্যান্ড এলাকায় কর্তব্য রত সাংবাদিকদের জন্য বড়োল্যান্ড টেরিটরিয়েল কাউন্সিল তাদের বাজেটে যে অর্থ সংস্থান রেখেছেন -এর দ্বারা ওই এলাকার সাংবাদিক গন যথেষ্ট ভাবে উপকৃত হবেন। এছাড়া কাছাড় ও গোলাঘাট জেলায় মঞ্জুরী কৃত সৈনিক স্কুল দুটির ভবন নির্মাণের জন্য কোন অর্থ বাজেটে না ধরায় হারাণ বাবু অসন্তোষ ব্যাক্ত করেন।