Barak Valley

রাজ্য ভাষিক সংখ্যালঘু পর্ষদের উদ্যোগে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা

শিলচর, পিএনসি : অসম রাজ্য ভাষিক সংখ্যালঘু পরিষদের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিন পালনের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জেলা সদরে রবীন্দ্র সঙ্গীত প্রতি যোগিতা অনুষ্ঠিত হবে।

ভাষিক সংখ্যালঘু পরিষদের সভাপতি শিলাদিত্য দেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই প্রতিযোগিতা দুটি গ্রুপে আগামী ২৯ ও ৩০ এপ্রিল জেলা সদর গুলোতে অনুষ্ঠিত হবে।


এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দের গুয়াহাটি তে আগামী ৮ মে চূড়ান্ত প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। এজন্য তাদের যাতায়াত খরচ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


জেলা স্তরে এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য শিলচরে ভাস্কর দাস, করিমগঞ্জে মধূসমিতা দাস ভট্টাচার্য, হাইলাকানদিতে শংকর চৌধুরী ও হাফলঙে পনকজ কুমার দেব কে সংযোজক নিযুক্ত করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক গন সংশ্লিষ্ট সংযোজকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া বিস্তারিত বিবরনের জন্য সংবাদ সংস্থা প্রকৃতি নিউজ কনসার্নের সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারেন। নম্বর হচ্ছে”০৩৮৪২-২৪০৩০৮. ।

Show More

Related Articles

Back to top button