রাতাবাড়িতে ঘুমন্ত মহিলাকে গলা কেটে খুন

রাতাবাড়ির কলাগাঙে মহিলার গলা কেটে নৃশংস হত্যা, আতঙ্ক জনমনে
রামকৃষ্ণনগর, ২৯ অক্টোবর: রাতাবাড়ি থানার মিজোরাম সীমান্তবর্তী কালাগাঙ গ্রামে ঘটে গেছে এক নৃশংস হত্যাকাণ্ড। বুধবার ভোররাতে এক ঘুমন্ত মহিলাকে গলা কেটে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম তেরাই বিবি (৪৫)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাতাবাড়ি থানার ওসি বিমল ছেত্রি ও ক্রাইম সিন অফিসার অমিত রায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়েছে।
নিহত মহিলার স্বামী নেজাম উদ্দিন জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী পাশাপাশি ঘুমিয়ে ছিলেন। সেই সময় গ্রামেরই এক পরিচিত ব্যক্তি চুপিসারে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রীর গলায় কোপ মেরে পালিয়ে যায়। তিনি হামলাকারীকে শনাক্ত করতে পেরেছেন বলেও দাবি করেছেন। এ দিকে, ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে খুনের প্রকৃত কারণ ও অভিযুক্তের সন্ধান শুরু হয়েছে।




