Barak ValleyAssamNorth-East

রাতাবাড়িতে বাজেয়াপ্ত ১৫ কোটি টাকার হেরোইন, গ্রেফতার ২

রামকৃষ্ণনগর : করিমগঞ্জ ও রাতাবাড়ি পুলিশের যৌথ অভিযানে ১৫ কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত হল৷ বুধবার রাতাবাড়ি থানা এলাকার ভেটারবন্দ থেকে জেলার নবনিযুক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে রাতাবাড়ি পুলিশ৷ অভিযানে আটক করা হয়েছে ২ পাচারকারীকে৷

জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে রাতাবাড়ি পুলিশ বুধবার সকালে ভেটারবন্দ এলাকায় মিজোরাম থেকে অসমে প্রবেশ করা একটি লরিতে তল্লাশি অভিযান চালায়৷ এই লরিতে ভাঙা টিল, লোহা, প্লাস্টিক সহ পুরনো গাড়ির টায়ার বোঝাই ছিল৷ লরিটির গোপন চেম্বারে লুকিয়ে রাখা ছিল বৃহৎ পরিমাণ হেরোইন৷ পুলিশ ওই গোপন চেম্বার থেকে ড্রাগস ভর্তি ১২১টি সাবানের বাক্স বাজেয়াপ্ত করে৷ বাজেয়াপ্ত ড্রাগসের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা হবে বলে পুলিশ অনুমান করছে৷ সব মিলিয়ে হেরোইনের ওজন ১.৫০০ গ্রাম৷ গ্রেফতার করা হয়েছে আব্দুল কালাম ও সাজু আহমেদ নামের দু’জন পাচারকারীকে৷ পুলিশ ধৃতদের আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷ এই নেশা সম্রাজ্যের সঙ্গে আরও যারা জড়িত, তাদের অতিসত্ত্বর জালে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ৷

Show More

Related Articles

Back to top button